টিকটিকি টিকটিকি চার পায়ে হাঁটে
দেয়ালে দেয়ালে তার দিন রাত কাটে
দেখতে অবিকল কুমীরের ছানা
ড্রাগনের বাচ্চা বলতেও মানা।

বাতি জ্বলে যেখানে ছোট পোকা আসে
ঘুরঘুর করে সেথা শিকারের পাশে
পা টিপে টিপে তায় এগিয়ে হঠাৎ
ঝুপ করে জিহবায় করে কুপোকাৎ।

এইভাবে রাত্তিরে বেশ জমে ভোজ
টিকটিকি কে কোথায় রাখে কেবা খোঁজ?
খোঁজ রাখে একজন আমাদের খোকা
চেয়ে দেখে অপলক নয় সে তো বোকা।

কেউ শুনে টিকটিকির টিক্ টিক্ টিক্
ভেবে নেয় সত্যিটা জানে বুঝি ঠিক
এইভাবে টিকটিকি হয় কারু গুরু
এইখানে ভুলটা হয় তার শুরু।

টিকটিকির ‘ঠিক’ বলা কাজ তার নয়
‘টিক টিক’ ঠিক ঠিক বার্তাটি নয়।

Share.

মন্তব্য করুন