প্রিয় বন্ধুরা,
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। পড়ন্ত বিকেলে
নিকেল কড়া রোদে বসে তোমাদের সাথে করছি এই
আলাপন। আশা করছি, তোমরাও যে যার কাজে ব্যস্ত
থাকলেও মনটা নিশ্চয়ই হয়ে আছে বিকেলের নরম
রোদের মতো কোমল এবং স্বচ্ছ! সুতরাং তোমাদের সাথে
আলাপনের এইতো সুবর্ণ সুযোগ।
ডিসেম্বর মাস মানেই বিজয়ের মাস। আমাদের আনন্দের
মাস। আমাদের এই সুন্দর দেশটিকে ভালোবাসি বলেই
বিজয়ের দিনে আমাদের এতো আনন্দ! দেশের প্রতি
আমাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। বিষয়টি সকল
সময় মনে রাখা জরুরি। কারণ আমরাইতো আগামী দিনে
দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ।
এসো, আমরা সকলে মিলে দেশটিকে আরো সুন্দরভাবে
গড়ে তুলতে সহযোগিতা করি। সেজন্য নিজেদের যোগ্য
করে গড়ে তুলি। আগামী মাসে আবারও তোমাদের সাথে
কথা হবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই।
Share.