কামাল হোসাইন
একসাথে

মিতুদের ঘরের কোনে
ছোট সেই ঘুলঘুলিতে
দু’দুটো হলদে পাখি
আরো দুই বুলবুলিতে;

বানাল থাকার মতো
একটা দারুণ বাসা
সে বাসায় দিনরাত্তির
কেবলই যাওয়া-আসা।

ডাকে খুব মিষ্টি সুরে
যেন এক মোহন বাঁশি
সে সুরে মন কেড়ে নেয়
ঠোঁটে রয় কোমল হাসি।

তারা ঠিক মিলেমিশে
রয়ে যায় ইটের ফাঁকে
সেখানেই বছর ভরে
নিদারুণ স্বপ্ন আঁকে।

পাখিদের সম্প্রীতিতে
আমাদের হয় না শেখা
দ্বন্দ্ব-হিংসা নিয়ে
রয়ে যাই একলা একা!

রফিকুল নাজিম
শৈশবের আর্তনাদ

কেড়ে নিলি গল্পের উঠান কিচ্ছা বলার রাত
বুকের ভেতর একটা শৈশব করছে আর্তনাদ।
কেড়ে নিলি হাওয়াই মিঠাই দুপুরবেলার ঘুড়ি
কেড়ে নিলি ডুব সাঁতার ঐ- মেরে একটা তুড়ি।

কেড়ে নিলি কাজিন-কুজিন কাটাকাটি খেলা
বোশেখ মাসে কদমতলার খুশির রঙিন মেলা।
কেড়ে নিলি শীতের সকাল পিঠাপুলির ধুম
ইচ্ছে ফড়িং পাখির বাসা করলি রে তুই গুম।

সন্ধ্যা রাতে খেলছি কত বৌছি লুকোচুরি
পাড়ায় পাড়ায় রাতটি ছিলো অবাক মায়াপুরী।
সন্ধ্যা হলে করলে দেরী মায়ের হাতে মার
কোথায় গেল আম কুড়ানো- পাই না খুঁজে আর!

হ্যারিকেনের আলোয় বসে পড়তাম উঁচু স্বরে
একনাগাড়ে পড়েই যেতাম আমার বাবার ডরে।
একে একে সব কেড়েছিস সব নিয়েছিস শেষে
আসলে সুদিন সকল বিচার হবেই অবশেষে।

Share.

মন্তব্য করুন