ঈশান কোণে মেঘরা তখন করছে ছোটাছুটি
দুড়ুম দুড়ুম মেঘে মেঘে খাচ্ছে লুটোপুটি।
তখন ছিল রোদ চকচক মিষ্টি শান্ত দুপুর
হঠাৎ করেই বৃষ্টি এল টাপুরটুপুর টুপুর।

বৃষ্টি নামার সাথে সাথে বাইরে আমি ছুটি
বৃষ্টি পেয়ে ভিজতে থাকে ছাগলছানা দু’টি।
বৃষ্টি ভেজা সবুজ ঘাসে দেই আমি ডিগবাজি
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙেরা কয়- দুষ্টু ভীষণ পাজি।

সবুজ ঘাসে বসে তখন ঘাসফড়িংয়ের মেলা
টুপটাপ টুপ চলতে থাকে বৃষ্টি ফোঁটার খেলা।
বিলের জলে বালিহাঁসে সাঁতার কাটে খুব
পানকৌড়ি ছুটে এসে দেয় খুশিতে ডুব।

বৃষ্টি পেয়ে বিলের জলে শাপলাগুলো হাসে
শাপলা তুলতে দস্যিছেলে বিলের জলে ভাসে।
শাপলা আমি তুলেছি তো দু’হাতে যে ভরে
আমি তখন বাইরে ছিলাম, তুমি ছিলে ঘরে।

Share.

মন্তব্য করুন