স্বাধীনতা ঠিক আমার মায়ের জোছনা ঝরানো মুখ
ধানের সুবাসে দোয়েল শ্যামার কি যে অনাবিল সুখ।
গাঁয়ের শিল্প যত্ন বুননে নকশি কাঁথার গান
শিরিষের ডালে উল্লাস ভরা কোকিলের কুহুতান

স্বাধীনতা এক সুনীল আকাশ পাখিদের ওড়াউড়ি
শিক্ষা পিপাসু শিশুদের হাতে জ্ঞান পবনের ঘুড়ি।
স্বাধীনতা ঠিক সাহসী তরুণ বুকের রক্ত ঢেলে
এনেছে পতাকা লাল সবুজের দুবাহু ঊর্ধ্বে মেলে।

স্বাধীনতা ঠিক সোনাফলা মাটি চাষির রক্ত ঘামে
তেরোশ নদীর বহমান পলি পেয়েছি ত্যাগের দামে।
স্বাধীনতা তাই দিয়েছে আমাকে কথা বলা অধিকার
তৃণমূল থেকে নগর অবধি খুলেছে আলোর দ্বার।
স্বাধীনতা জানি সাহসী চোখের বিদ্রোহী মহাবীর
বিশ্বের কাছে সম্মান রেখে উন্নত রাখে শির।

স্বাধীনতা ঠিক দিন বদলের স্বপ্ন তুলেছে বুকে
আমরা সবুজ নবীন প্রবীণ অন্যায় দেই রুখে।

Share.

মন্তব্য করুন