বৃষ্টি মানে পথঘাট সব কাদায় মাখামাখি
জবুথবু হয়ে পড়ে মানুষ, পশু পাখি।
আঙ্গিনাতে আটকে থাকে বৃষ্টি নামক জল
সেই জলেতে হাঁসের ছানা করছে কোলাহল।

বৃষ্টি মানে সৃষ্টি অপার রিনিকঝিনিক সুর
মন চেতে চায় শহর ছেড়ে দূরে অচিনপুর।
বনে বনে কাঁপন জাগে ডাহুক ডাকে নিতি
রাখাল ছেলে বাঁশির সুরে বাজায় লালন গীতি।

বৃষ্টি মানে উদাস কবি ছন্দে মেতে রয়
ছোট্টবেলার নানান স্মৃতি করে অবক্ষয়
মাঝি ভাইয়া নাও বেয়ে যান গঞ্জ এবং গ্রামে
সূর্য মামা লুকায় সে যে মেঘমালাটার খামে।

বৃষ্টি মানে ঘরে বসে ঘুমের দেশে যাওয়া
মায়ের হাতে পিঠপুলি পেটটি পুরে খাওয়া
টুপটুপাটুপ ঝিরিঝিরি সারাদিনই ঝরে
এমন সময় মনটা আমার কেমন জানি করে!

Share.

মন্তব্য করুন