ভাবনা করে কূল পাই না কেমনে চলে বিশ্ব
ডাব না খেলে জ্বর সারে না বলছে সাধুর শিষ্য
এই দুনিয়ার নাগাল না পাই কিছুই বুঝে আসে না
যেই দিকে চাই ভালো কিছু নয়ন তারায় ভাসে না

বুদ্ধি করে মানুষ মারে থোড়াই করে কেয়ার
শুদ্ধি শেষে আবার ফিরে দখল করে চেয়ার
আগে ছিল রাজা-রানী বাদশাজাদা নবাব
লাগে না আর এসব কিছু বদলাবে না স্বভাব
আকাশ তারা রাখবে না আর স্বচ্ছ এবং নীল
বাতাস তারা বিক্রি করে দরজাতে দেয় খিল
পানি নিয়ে ব্যবসা করে করপোরেটের মালিক
ঘানি দিয়ে পিষ্ট করে বাবুই, চড়াই শালিক

অনেক ভেবে সময় গেল পেলাম না তো দিশা
ক্ষণেক পরে আসবে বুঝি পরকালের ভিসা

Share.

মন্তব্য করুন