যে চোখে তোমার আকাশ নেমেছে
সুবিশাল দুই ডানা
সে চোখে আবার রাতের আকাশে
চাঁদ নামে আধখানা।

চাঁদ নামে এসে নারিকেল বনে
ঝিরিঝিরি পাতা ছিঁড়ে,
জোনাকিরা এসে হাতে হাত ধরে
আপন আলোর নীড়ে।

যে চোখে দেখেছো জোসনার খেলা
তারা জ্বলে মিটিমিটি,
আঁধারের বুকে রোজ লিখে রাখে
নতুন আলোর চিঠি।

চিঠির পাতায় কে যেন লিখেছে
এই শোনো! খোকাখুকি,
তোমাদের চোখে রোজ রোজ এসে
স্বপ্নরা দেয় উঁকি।

যে চোখে তোমার স্বপ্ন বুনেছে
আগামীর জয়োধ্বনি,
সেই স্বপ্নেই বুক বেঁধে রাখো
খোকাখুকু সোনামণি।

Share.

মন্তব্য করুন