ওই চাঁদ নিয়ে এলো সবুজের হাসি
সাওমের নদী বেয়ে ত্যাগ জলে ভাসি
কচিকাঁচা ফুল বাগে
ভোমরাও প্রেম রাগে
দেখ দেখ সুখ মনে নাচে পাশাপাশি।

আবিরের মাখামাখি ফোটে মনে ফুল
সেই ঘ্রাণে ভরে ওঠে ধরণীর কূল
নেচে ওঠে পাখিরাও
শিশুদের আঁখিরাও
কোথাও তো নেই তার এক কণা তুল!

এই খুশি চৌদিকে দোলা দিয়ে যায়
মুমিনের অন্তরে জান্নাতি বায়
ভেদাভেদ ভুলে যাও
শান্তির নদী বাও
আলোকের বাঁক ধরে মুক্তির নায়।

Share.

মন্তব্য করুন