আমার একটা সকাল ছিল দুপুর ছিল ব্যস্ততার
সারাটা দিন নিজের ছিল পরের কাজে ন্যস্ততার
শিশুকালের বয়স ছিল কখন পড়া শেষ হবে
বই গুছিয়ে বলটা নিয়ে জোরসে দেব দৌড় কবে

অপেক্ষাতে বিরক্ত সব বন্ধুরা রয় দাঁড়িয়ে
মা ছাড়ে না, পারলে ওরা নেবে আমায় তাড়িয়ে
মা’র পাহারা ফাঁকি দিয়ে দিতাম জোরে একটা ছুট
আমি খেলছি খালি পায়ে তাদের আছে দামি বুট

মণি জ্যাঠা পথ চেয়ে রয় সঙ্গে নেবে ইস্কুলে
হাতে ধরে বসিয়ে দেবে পেছন থেকে শেষ টুলে
দুপুর ছুটি চাচার দোকান চম্পা কলা মুড়ি চা
টুং টুং টুং ঘণ্টা শেষে ডাকছে প্রাণের বাড়িটা

এখন থাকি একলা বসে দখিন হাওয়ার কোন টানে
সে দিন আসার শব্দ শোনার আশায় আশায় দূর পানে
জীবন মানে গোলকধাঁধা হরেক রকম পরিচ্ছেদ
এপিঠ ওপিঠ মিল নেই তার ভীষণ জটিল ব্যবচ্ছেদ।

Share.

মন্তব্য করুন