পাখিকে কে উড়াল শেখায়
নদীকে পথ হাঁটা,
ফুল পাহারায় থাকবে জেগে
বনের যতো কাঁটা।

কে শেখালো বিড়ালছানা
দুগ্ধ কোথায় থাকে,
পাখিরা কেন দিন-রাত্তির
অষ্টপ্রহর ডাকে?
চাঁদটা কেন বাড়ে কমে,
সমুদ্রে সর পড়ে?
নীলের কলস কাৎ হয়ে যায়
আকাশ সরোবরে।

তারার মিছিল রাত্রি হলে,
দিবস ভরা আলো,
সূর্য এদিক সেদিক হলেই
সাদা এবং কালো।
ভালো এবং মন্দ ঘেষা
পথ নয় মসৃণ-
বুকের রক্ত উজাড় করে
বানাতে হয় দিন।

অন্যায্যকে অন্যায্য কও
জুলুমকে কও হটো,
মায়ের মুখের হাসির জন্য
মিছিল নিয়ে ছোটো।
মশাল জ¦ালো স্বাধীনতার,
বাগান করো ফুলের,
দেশের জন্য প্রাণ বলিদান
সত্যিকারের সুখের।

কে শেখালো নকশিকাঁথা
¯িœগ্ধ আতরদান?
মানুষ ভালোবাসার গানে
ভরালো ময়দান?
শূন্য বুকে আয় ফিরে তুই
কে জাগালো আশা?
এক কথাতেই জবাব মেলে
বাংলা আমার ভাষা।

আমার ভাষা লালন ফকির,
আমার ভাষা নদী,
আমার ভাষা সুখ ও দুঃখের
জীবন নিরবধি।
সমতা আর মমতাময়
হৃদয় করে জারি,
আমার ভাষা ভুবনজয়ী
সূর্য দীঘল বাড়ি।

Share.

মন্তব্য করুন