ফুল ডেকে কয়, প্রজাপতি কোথায় যাবে ভাই?
প্রজাপতি হেসে বলে, ছড়াপুরে যাই।
প্রজাপতি! প্রজাপতি! কোথায় ছড়াপুর?
এখান থেকে ছড়াপুর তো অনেক অনেক দূর।

ছড়াপুরে কি কি আছে বলো দেখি ভাই?
ছড়াপুরে কারা থাকে জানতে আমি চাই?
ছড়াপুরে আমার মতো প্রজাপতির বাস
ফুলের সুবাস নিয়ে তারা কাটায় বারোমাস।

তোমার মতো থাকে সেথায়, হরেক রকম ফুল
মৌমাছিরা উড়ে বেড়ায় কানে দিয়ে দুল।
ছড়াপুরের পুকুরটাতে, আছে নানান মাছ
পুকুর পাড়ে সারি সারি ফলফলাদির গাছ।

প্রজাপতি! প্রজাপতি! আমায় নিয়ে যাও
ইচ্ছে যত আমার থেকে মধু তুমি নাও।
চলো তবে ফুলের রানি, দু’জন মিলে যাই
যাবার বেলায় বন্ধুদের বলো গুড বাই।

Share.

মন্তব্য করুন