আকাশখানি আমার কাছে মেঘবালিকার সাগর
মেঘে ভেলায় বানিয়েছে ভাসমান ঘর।
ভেসে ভেসে হেসে হেসে হঠাৎ কেঁদে ঝরে
রবি হাসে চন্দ্র হাসে তার এ কান্নাস্বরে।

রবি তখন আলো দিয়ে বন্ধ করে কান্না
মেঘবালিকা পায় সে তখন আলো মোতির পান্না।
পান্না পেয়ে আবার ভাসে নীল আকাশের কোলে
শীতের দিনে বরফ হয়ে তুলোর মতো ঝোলে।

কোথাও সে শৈত্য বায়ে হিম পরশে মাতে
কোথাও সে শিশির হয়ে পড়ে উষার প্রাতে।
কখনও সে বৃষ্টি হয়ে নদী করে সচল
বৃষ্টি বিহীন এই পৃথিবী মরুভূমি অচল।

আকাশখানি এমন করে কতো খেলা খেলে
রাতের বেলা জোছনা ছড়ায় চাঁদনীতে দেয় জ্বেলে।
তারায় তারায় খেলা করে শিশু মনের মতো,
খেলায় মজে সময় কাটায় এমনি অবিরত।

Share.

মন্তব্য করুন