কাঁচা জিনিস
পরিচিত এক লোক অন্য আরেক জনকে টিপ্পনী কেটে বলল-
প্রথম জন : চুল তো সব পেকে গেল!
দ্বিতীয় জন : কোন জিনিসটাই বা কাঁচা ভালো? সবই তো পাকা খোঁজেন।

অ্যালার্ম ঘড়ি
রাফি : দোস্ত, আমার সকালে ঘুম ভাঙে না।
ববি : তো, আমি কী করতে পারি?
রাফি : আমাকে একটা ফোন দিস, প্লিজ!
ববি : স্যরি দোস্ত! বাবাকে অনেক পটিয়ে ফোনটা কিনেছি, এটা তোকে দিয়ে দিলে আমার চলবে কী করে? তার চেয়ে তুই বরং আমার অ্যালার্ম ঘড়িটা নিয়ে নে!

রান্নার বই
এক ভদ্রলোক ‘ঘরে বসে চাইনিজ রান্না’ বই আর চাইনিজের আনুষঙ্গিক কাঁচামাল কিনে ঘরে ফিরছিলেন। উদ্দেশ্য বাড়িতে নিজেই চাইনিজ রান্না করবেন।
কিন্তু পথে চাইনিজের কাঁচামাল সব হাইজ্যাক হয়ে গেল। কিছুক্ষণ পর ভদ্রলোক হেসে উঠলেন, ‘হেহ গাধা! আসল জিনিস তো আমার হাতে’ -বলে বইটা পকেট থেকে বের করলেন।

ডাকাতের কবলে
এক গরু বিক্রেতা কুরবানির পশুর হাট থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ডাকাতে ধরলো।
ডাকাত : এই ব্যাটা, কী কী আছে দে!
বিক্রেতা : আমার কাছে কিছু নাই!
ডাকাত : কিছু নাই কেন?
বিক্রেতা : গরুটা বিক্রি করতে পারি নাই।
ডাকাত : বিক্রি করতে পারো নাই কেন?
বিক্রেতা : দাম কম বলেছে, তাই বিক্রি করি নাই।
ডাকাত : এই বোকা, গরুটার দাম কম হলে আমরা টাকা কম পেতাম। তুই গরুটা বিক্রি করলি না কেন?

মাছও ঘামে
মাঝেমধ্যে সমুদ্র দেখতে যান হাবিব। একদিন সমুদ্রের তীরে হাঁটতে হাঁটতে এক ব্যক্তিকে প্রশ্ন করলেন-
হাবিব : আচ্ছা ভাই, সমুদ্রের মাছ কি কখনো ঘামে?
লোক : অবশ্যই ঘামে।
হাবিব : কিভাবে বুঝলেন?
লোক: না ঘামলে সমুদ্রের পানি এতো লোনা হয় কী করে?

বাঘ আর শেয়াল
শেয়াল যাচ্ছিল বনের রাস্তা দিয়ে। হঠাৎ দেখল রাস্তার মাঝখানে একটি বাঘ বসে আছে। শেয়াল বলল, ‘হুজুর, রাস্তার ওপর বসে আছেন যে! কোনো তকলিফ? থাকলে বলুন, আপনার সেবায় বান্দা হাজির।’
বাঘ : আর বলো না শেয়াল, এক শিকারি পায়ে গুলি করেছে। হাঁটতেই পারছি না।’
শেয়াল : তো ব্যাটা নবাবের মতো রাস্তার মাঝখানে বইসা আছিস ক্যান? রাস্তা ছাড়!

Share.

মন্তব্য করুন