বৃষ্টি পড়ছে
এক এ চন্দ্র দুই-এ পক্ষ
বৃষ্টি পড়ছে
করোগেটে ঝমঝম বৃষ্টি পড়ছে
দূরে রেলগাড়ি ব্রিজপারি দিচ্ছে
বৃষ্টি পড়ছে
দুই এক-এ দুই
দুই দুগুণে চার

হাওয়ায় দুলছে কলাপাতা
দোদুল বাঁশঝাড়
আরও দূরে বাঁধভেঙে আষাঢ়ের ঢল
খলবল করে গ্রামে ঢুকছে
বৃষ্টি পড়ছে অঝোরে পড়ছে
আউসের ক্ষেত ডুবে যাচ্ছে
খাল ছেড়ে কইমাছ ডাঙায় উঠে আসছে।

বৃষ্টি পড়ছে ধারাপাত
বর্ষণে অন্ধরাত
বার এক -এ বার
পাঁচ বার ষাট
ছয় বার বাহাত্তর

বৃষ্টি পড়ছে শৈশব থেকে পড়ছে
ঝমঝম অঝোরে পড়ছে
সিক্ত মাটির তলদেশ থেকে
মৃত্তিকালতা উঠে আসছে
চারিদিকে থৈথৈ
বৃষ্টি পড়ছে।

এঁকেবেঁকে বয়ে যাচ্ছে নদী
বৃষ্টি পড়ছে
জলমগ্ন কৈশোরে ডুবে যাচ্ছি আমি
বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে
শৈশব থেকে অঝোরে বৃষ্টি পড়ছে।

Share.

মন্তব্য করুন