বিজয় মানে শিশুর দলে সবুজ মাঠে
খেলতে ছুটে সাঁতার কাটে পুকুর ঘাটে
খুনসুটি আর দুষ্টমিতে আড্ডা জমায়
হাস্যমুখে নিত্যদিনই ইশকুলে যায়।
বিজয় মানে হাওড়-নদে সুজনমাঝি
বৈঠা হাতে কন্ঠ ছেড়ে গাইতে রাজি
রাখাল ছেলে চরায় গরু বাজায় বাঁশি
সোনার ফসল দেখে চাষির দিলে হাসি।
বিজয় মানে পল্লীবধূ নদীর কূলে
কলসী কাঁখে নিত্য হাসে দুঃখ ভুলে
শীতের দিনে গ্রামীণ ঘরে হরেক পিঠা
খেজুর রসে মুখটা ভরা ভীষণ মিঠা।
বিজয় মানে দেশটা ভরা সবুজ গাছে
হাওড়-নদী ভর্তি ইলিশ-বোয়াল মাছে
বিজয় মানে সবার মুখে দীপ্ত হাসি
নিখাঁদ মনে দেশকে ভালবাসাবাসি।