বীর বাঙালির হৃদয় প্রাণে
স্বাধীনতার রেশের টানে
এই দেশেরই বিজয় আসে
দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে।

স্বপ্ন দেখি মায়ের কথায়
যুদ্ধ হবে যুদ্ধ কোথায়
মুক্ত করি অবশেষে
দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে।

বীর শহীদের রক্তে আঁকা
আমার দেশের এই পতাকা
রয় দাঁড়িয়ে মিনার ঘেঁষে
দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে।

প্রভাত বেলায় সূর্য হাসে
শিশির ভেজা সবুজ ঘাসে
বিজয় আসে নতুন বেশে
দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে।

Share.

মন্তব্য করুন