বাবা যখন হাঁটতে বলে আমি তখন হাঁটি
বাবার কথায় চলি আমি স্বচ্ছ পরিপাটি
বাবার কথায় পড়তে বসি বাবার কথায় লিখি
বাবার কষ্ট-জীবন থেকে নিজের চলা শিখি
শাসন বারণ যা করে তা চলি আমি মেনে
সকল কিছু আমার জন্য পরম ভালো জেনে।

বাবা আমার প্রাণের আপন বাবা মাথার ছাতা
বাবা হলো আমার প্রথম, নীতি শেখার খাতা
বাবা কাঁদে খুব নীরবে কেউ দেখে না তাকে
সকল দুঃখ আড়াল কোরে কর্ম-কাজে থাকে
ছেলে-মেয়ে নষ্ট হলে মায়েরা খুব কাঁদে
কিন্তু বাবার বুকের ভেতর তারচে বেশি বাধে।

বৃদ্ধবেলা সেই বাবা হায়! মায়ের চেয়ে অতি
কি নিদারুণ জীবন কাটায় হারিয়ে ফেলে গতি
আমি যে এক দায়িত্ববান, আদর্শবান ছেলে
বাবা মাকে কাঁদাবো না বিপদ পথে ফেলে
খুব যতনে বাবার মাথা রেখে কোলের পরে
গান শুনিয়ে ঘুম পাড়াবো ভাগ্যলেখা ঘরে।

শিশুর মতো আদর করে মন রাঙিয়ে দেবো
শ্রদ্ধা এবং ভালোবাসায় বুকে টেনে নেবো।
অনেক ছেলে বাবা-মাকে রেখে করুণ দুখে
নিজকে নিয়ে স্বপ্ন গাঙে ভাসায় তরি সুখে

কিন্তু আমি তা হবো না, থাকবো পাশাপাশি
কারণ আমি বাবা-মাকে ভীষণ ভালোবাসি।

তোমরা যারা বাবার প্রতি করছো অবহেলা
এমনও দিন আসতে পারে তোমার বৃদ্ধ বেলা

Share.

মন্তব্য করুন