ঝিরিঝিরি বৃষ্টিমাঝে ঝিলের দেহে চিল
চিলের ভারী বিপদ ছিল ছবিটি ঝিলমিল।
পাশাপাশি শুয়ে আছে সবুজ ঘাসের জমি
নীরব নিথর গাছগাছালি বৃষ্টি অতিক্রমী।

দু’ চারটি পাখির ডানায় হঠাৎ বৃষ্টিফোঁটা
ছত্রবীনা কিষাণীদের আকাশে চোখ ওঠা!
একটু দূরে দাঁড়িয়ে আছে কচি ধানের চারা
বর্ষাকালের জলসাগরে দিচ্ছে দারুণ সাড়া।

কিছু পথিক বসে আছে মাথায় দিয়ে হাত
মাঠে নেমে ফসল নেবে স্বপ্নভরা রাত!
কোথায় যাবো কোথায় গেলে জুটবে দিনের কাম
সকাল থেকে ওই নেমেছে বৃষ্টি অবিরাম!

একটি মেয়ে হাসতে হাসতে নাম খানা তার তিব্বি
অভিনব দৃশ্য বলেই -হারিয়ে গেলো দিব্বি।

বাসে বসে মোবাইল ঘষে এসব মজার দৃশ্য
নিসর্গ ওই দৃশ্য মানে নিত্যনতুন বিশ্ব।

Share.

মন্তব্য করুন