শরৎ এলো শরৎ এলো মনটা উড়– উড়–
ঝম ঝমা ঝম্ বিষ্টি নামে বুকটা দুরু-দুরু।
বিকেল বেলা রোদের মেলা, রোদ-বিষ্টি-ঝড়-
খেলার মাঠে মনটা পড়ে থাকবে কে আর ঘর!

দস্যি ছেলে বিষ্টি মাথায় দেয় ছুট দেয় ছুট
সঙ্গী যতো রাখাল বালক মুখে মটর-বুট।
আকাশ জুড়ে সাবান ফেনা ছেয়ে দিলো কে
আয় ছেলেরা, একটুখানি রঙিন করে দে!

ঘরে বসে পুতুল খেলায় খুকু বাইরে না
গঙ্গী পুষি ঘুরে ফিরে- তাইরে নাইরে না।
দূরে কোথাও ঢোলক বাজে আনন্দ স্বর থাকে
ওই শব্দে মন ছুটে যায় বুড়িগঙ্গার বাঁকে।

শরৎ এলো- দুষ্টুু মেয়ে ঘাগরা পরা কাশ
এমন সফেদ পসরা সাজে থেকো বারো মাস!

Share.

মন্তব্য করুন