বন্ধু, তোরা আসলে তবে
গাঁয়ের মাঠে আড্ডা হবে
ভাত শালিকের সনে,
শিমুল ডালে লাগবে আগুন
কোকিল যদি ডাকে ফাগুন
হিজলতলীর বনে।

বন্ধু, তোরা আসলে পরে
নদীর জলে হল্লা করে
ফিরব যবে বাড়ি,
ঢেউয়ে ভাঙলে বালির খেলা
গাছের আড়াল হলে বেলা
ভাঙবি পুরান আড়ি।

আমরা ক’জন রাতের বুকে
দাওয়ায় বসে পাঠটা চুকে
খেলব লুকোচুরি,
তাইরে নাইরে কাটবে বেলা
সাঙ্গ হবে মোদের খেলা
কাটলে স্মৃতির ঘুড়ি।

Share.

মন্তব্য করুন