ওয়াজ কুরুনী সিদ্দিকী
বাঁচতে চাইআজকে আমি ছোট শিশু ভবিষ্যতের নাগরিক
আমার প্রতি হতে হবে সবাইকে বেশ আন্তরিক।
পড়ার চাপে আমার যে হায় প্রাণটা বুঝি যায়
আমারও তো বিকেল বেলা খেলতে মনে চায়।

এ বয়সে তোমরা বলো ক’খানা বই পড়তে
আমি কেন পড়ে আছি ক্লাস কোচিংয়ের গর্তে!
খুব সকালে ইস্কুলে যাই চোখ মলতে মলতে
বইয়ের বোঝায় সিঁড়ি ভাঙ্গি পা টলতে টলতে।

দয়া করে তোমরা আমার আম্মুকে বোঝাও
পড়ার সাথে হেসে খেলে মানুষ হতে দাও।
এত পাষাণ ছিল কি আর আম্মুর মা-বাপে
আমি কেন চিঁড়ে চ্যাপ্টা জিপিএ ফাইভ চাপে!

আমার চেয়ে অনেক ভালো কাক আর কোকিল টিয়ে
ওদের মা কি অফিসে যায় বুয়ার কাছে দিয়ে!

Share.

মন্তব্য করুন