নদীর কূলে বসছে বাজার
চৌধুরীহাট নাম
শাক সবজি ফল ফলাদি
সস্তা পাবে দাম।

বটের ছায়ায় বসে সবাই
করছে বিকিকিনি
সবই পাবে এই বাজারে
সুতা কিংবা চিনি।

হাঁকে ডাকে চিরচেনা
লোক গম-গম করে
সাধ্যমত গ্রামের সবাই
নিজের থলে ভরে।

কেউবা আসে পায়ে হেঁটে
কেউবা নৌকা চেপে
কেউ বা কিনে দু’হাত ভরে
কেউবা কিনে মেপে।

কালের সাক্ষী বাজার বসে
সাপ্তাহে দুই দিন
সভ্যতাকে এগিয়ে নিতে
তাদের অনেক ঋণ।

দিনে দিনে বাজারগুলোর
হারাচ্ছে তার যশ
যান্ত্রিকতার দানবেরা
করছে যেন বশ।

Share.

মন্তব্য করুন