তোমার হাতে দেখলে কলম
কিংবা গেলাস, বাসন, বাটি,
সবাই কেমন হা হা করে
এই বুঝি বা গেলো ফাটি।

সবাই যাকে ছোট্ট ভাবে
সেই তো সবার চেয়ে বড়ো
দেশ বিদেশের ভালো যেটুক
দেখবে সে তা করবে জড়ো।

তোমরা আমায় যে যাই বলো
তাকেই আমি বড় মানি,
তাকে ঘিরেই হাজার স্বপ্ন
তাকে নিয়ে আশীর্বাণী।

কচি হাতেই রেখে যাবো
রক্তে নাওয়া বাংলা ভাষা,
রেখে যাবো বাপ দাদাদের
দোয়া এবং ভালোবাসা।

বাংলাদেশের স্বাধীনতা
লক্ষ কবির এই কবিতা :
সোনালি মাঠ, উদার আকাশ
রজত-রেখার স্রোতের ফিতা।

Share.

মন্তব্য করুন