কদমফুলের নরম চুলে
স্বাধীনতার নিশান উড়ে
সেই নিশানের ছায়ায় দোলে
ধলবগারা আকাশ জুড়ে।

চাঁদের পাশে তারার জমিন
কাদের যেন বাগান বাড়ি।
সেই বাগানের পাপড়ি ঘিরে
ফেরেশতাদের মস্ত সারি।

রঙধনুদের ঠোঁটের ফাঁকে
খুঁজছে দেখ ছোট্ট খুকু
ভালোবাসার উষ্ণ উমে
স্বাধীনতার চিহ্নটুকু।

হিজলফুলের নীলচে আভায়
বিজয় হাসে স্বপ্ন মাখা।
সেই বিজয়ের উধাও মাঠে
ইতিহাসের গল্প আঁকা।

ছিঁড়তো যখন খুশির রেণু
সেনের বেটা সর্বনেশে।
আসলো তখন সতরো ঘোড়া
টগবগিয়ে ভাটির দেশে।

তিতুমীরের বাঁশের যাদু
ঈসা খানের কামান ফোটে।
এমনি করে পাথর ভেঙে
বিজয়গাথার সূর্য ওঠে।

Share.

মন্তব্য করুন