দিন বদলের গল্প শুনি
নতুন দিনের স্বপ্ন বুনি
কত শত আশা,
সব কিছুতেই কাজের কাজি
রাখবো আমি জীবন বাজি
থাকবে ভালোবাসা।

আঁকব দেশের রূপ ছবিতা
লিখবো আমি গান কবিতা
মজার ছন্দ দিয়ে,
গাইবো আমি সুরে সুরে
নাচবো আমি রাত দুপুরে
মনে শান্তি নিয়ে।

প্রকৃতি আর দেশের কথা
বলবো আমি যথাতথা
সবাই যেন জানে,
মা মাটি আর দেশের মায়া
সবুজ গাছের শীতল ছায়া
দোলা লাগায় প্রাণে।

পাহাড় পর্বত নদী নালা
নীল সাগরের ঊর্মিমালা
মায়া বাড়ায় যতো,
সবুজে লাল রক্তে মাখা
মেঠোপথ সব আঁকাবাঁকা
দেখতে ছবির মতো।

Share.

মন্তব্য করুন