কী লিখি আজ মা-মনিটার জন্য!
ফুল পাখি না অন্য কিছু, অন্য?

যার চিবুকে খেলনা খেলে চন্দ্র-তারা
চোখের মাঝে ফুলের কলি আত্মহারা।
পাখির সাথে সখ্য যার দিবা-রাত্রি
বুকের মাঝে আটকে রাখে সহযাত্রী।

তার জন্য আজ কী যে লিখি, কী যে দেই!
সাগর তলে এমন কিছু আর কি নেই?
আকাশটাকে দিতে পারলে কেমন হতো?
এই জগতে আর কি আছে দেবার মতো!

আশার আলো দেখার জন্য চোখটি খুলি
জীবনটাকে রঙিন করে ক্যামনে তুলি!
মাথার ওপর এই দেখো মা সূর্য হাসে
লাল-সবুজ পতাকাটি হাওয়ায় ভাসে!

এসব মাগো অনেক দামি রক্তে কেনা
বিশ্বজুড়ে তাইতো তুমি অনেক চেনা!
কে শুধোবে ঋণটা তোমার, কারা?
সাহস ভরা শক্তি রাখে যারা!

আলোক লতা স্বর্ণসুখ দূর্বা ঘাসে
মা-মনিটার জন্য আজ বিজয় হাসে!

Share.

মন্তব্য করুন