ওরে আমার পুতুল সোনা
তুই তো চাঁদের কণা।

নাচছে হাতি নাচছে ঘোড়া
পাখিরে তোর পাখনা ওড়া।

ছুটছে জোরে খেলনা গাড়ি
খেলনা কি আর কিনতে পারি?

গরীব ঘরের মেয়ে আমি
খেলনা কি আর অনেক দামি?

কিন্তু বাবার নাইকো টাকা।
কষ্ট করে বেঁচে থাকা।

কোথায় পাব খেলনা-পাতি?
তাই কাটে না দুখের রাতি?

ছুটছে জোরে রেলের গাড়ি
জীবন নিয়ে খেলতে পারি।

Share.

মন্তব্য করুন