এপ্রিল ২০২০ সংখ্যার কুইজ
১. ‘স্বাধীনতার সুখ’ কবিতার রচয়িতা কে?
২. পৃথিবীতে সবচেয়ে প্রাচীন মরুভূমি ‘নামিব’ কোথায় অবস্থিত?
৩. যুক্তরাষ্ট্রের রাজধানী ও মুদ্রার নাম কী ?
৪. “আমাদের ভুলে গেলে চলবে না, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান।” এটা কার বাণী?
৫. গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার সেনওয়েজ পার্কে ফাইনালে কোন দেশের বিরুদ্ধে কত উইকেটে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে?
৬. বারমুডা ট্রায়াঙ্গল নামটা প্রথম দেন কে কত সালে?
৭. ‘(হে নবী) আপনি বলুনÑ তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেন। অতঃপর তিনি পুনর্বার সুষ্টি করবেন। নিঃসন্দেহে আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান।’ কোন সূরার কত নং আয়াত?
৮. গুগল কত সাল থেকে ‘ডিজিটাল ওয়েলবিয়িং এক্সপেরিমেন্টস’ প্রকল্প নিয়ে কাজ করছে?
৯. পৃথিবীর বায়ুমণ্ডলে গড়ে প্রায় কত বিলিয়ন পাউন্ড ধূলিকণা রয়েছে?
১০. ‘যে ব্যক্তি লোককে কুস্তিতে হারিয়ে দেয়, সে বাহাদুর নয় বরং প্রকৃত বাহাদুর তো সেই ব্যক্তি যে, রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে।’ হাদিসটি কোন গ্রন্থ থেকে এবং কোন রাবী বণর্না করেছে?

জানুয়ারী ২০২০ সংখ্যার কুইজের সমাধান
১. ৯নং সেক্টর কমান্ডার মরহুম মেজর আব্দুল জলিলের। ২. বঙ্গবন্ধু বিপিএল। ৩. সাবিতের উপর। ৪. বুয়েনাস আইরেস। ৫. ডোডো পাখি। ৬. সূরা নূরের ৪৩ নং আয়াতে। ৭. মতলব আলী। ৮. দুই বছরের। ৯. রাশিয়ার, টলস্টয়ের । ১০. আইয়ুব আলী

জানুয়ারী ২০২০ সংখ্যার কুইজের সঠিক উত্তরদাতা
চট্রগ্রাম: আকিলা জান্নাত, বাকলিয়া আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়; সোহরাব ইসলাম তফসির, নছিমন সরকারি প্রাথমিক বিদ্যালয়; তাজিদুল ইসলাম, দারুল কুরআন আদর্শ মাদরাসা; আবরারুল হক সাঈদ, সরকারি সিটি কলেজ; আব্দুল আজিজ, চট্রগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, ডি সি রোড, চকবাজার, চট্রগ্রাম।
নোয়াখালী: ইয়াসিন আরাফাত, নোয়াখালী জেলা স্কুল; হামিদা আক্তার (চম্পা), একরামুল করিম চৌধুরী আইডিয়াল হাই স্কুল; এমরান হোসেন, সুলতানা সোলাইমান উচ্চ বিদ্যালয়, সদর, নোয়াখালী।
ফরিদপুর: কাজী আব্দুল্লাহ, আইডিয়াল মাদ্রাসা; আরাফাত হোসাইন, হাফেজ মুহাম্মদ শহীদুল্লাহ, সুরাইয়া ইসলাম, বোয়ালমারী; ফরিদপুর।
গাজীপুর: আল আমিন হোসেন, আমেনা আক্তার বীথি, আয়েশা আক্তার, রাজিয়া সুলতান, রেজাউল করিম,নাহিদ হাসান, তারেক বিন তাইবুর, কালিয়াকৈর; গাজীপুর।
সিরাজগঞ্জ : আব্দুল হাকিম,আব্দুল্লাহ, আহসান বিল্লাহ, সদরুল ইসলাম, নুমান বিন বশির, শাহজাদপুর সরকারি কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
ঢাকা: তানজিল উর রহমান মুয়াজ, এ কে স্কুল এন্ড কলেজ, দনিয়া; হামিদ আল মুত্তাকী, ইস্ট পয়েন্ট স্কুল এন্ড কলেজ, দনিয়া, যাত্রাবাড়ি; ঢাকা।
বগুড়া: মাহবুব হাসান, শেরপুর শহীদিয়া কামিল মাদরাসা, মো: জিহাদ খন্দকার, প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজ, শেরপুর; বগুড়া।
চাপাইনবাবগঞ্জ: মো: আল নাহিয়ান হক, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, পি টি আই মোড়; আশিক রহমান সোহাগ, মো: শাহরিয়ার, মো: শাকিব, মো: মোবারোক হোসেন; মো: রিয়াদ ফুলকুড়ি ইসলামিক একাডেমি, চাপাইনবাবগঞ্জ।
রংপুর: মো: শাওন সরকার সাজিদ, ধাপ সাতগাড়া কামিল মাদরাসা, সদর রংপুর।

এ মাসে পুরস্কার পেলো যারা:
১. আকিলা জান্নাত, বাকলিয়া আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়, দশম শ্রেনী, ডি সি রোড, চশবাজার, চট্রগ্রাম;
২. ইয়াসিন আরাফাত, নোয়াখালী জেলা স্কুল, ৮ম শেণি, মাইজদী, নোয়াখালী;
৩. কাজী আব্দুল্লাহ, আইডিয়াল মাদ্রাসা, ৫ম শ্রেণি, কোতয়ালী, ফরিদপুর।

Share.

মন্তব্য করুন