শরৎ গেল পাকা তালের
পিঠা-পায়েস দিয়ে,
শীত রয়েছে একটু দূরে
শীতের কাঁথা নিয়ে।
চুপিসারে শিশির ঘাসে
হেমন্ত যে এলো,
নানা রকম গান গেয়ে যায়
ভোরের পাখি গুলো।
মাঠে পাকা সোনালী ধান
কাটতে এলো চাষী
ম ম গন্ধ নতুন ধানের
কী যে তাদের হাসি।
নবান্নের আজ উৎসবেতে
পড়ছে গাঁয়ে সাড়া,
সবার বাড়ি দাওয়াত আছে
এপাড়া ওপাড়া।
বঁধুরা সব ব্যস্ত কাজে
সকাল-বিকাল-দুপুর,
বাড়ি বাড়ি আওয়াজ শুনি
ঢেঁকির টাকুর টুকুর।
হেমন্ত কাল মজার ঋতু
নহে গরম-শীত,
আমন ধানে গোলা ভরা
চাষীর মুখে গীত।