আয়রে খোকা আয়
সময় বয়ে যায়
তোর জন্যে পথ চেয়ে রই
একলা নীরালায়।
আসবি কবে তুই
হাত বাড়িয়ে ছুঁই;
নেই তো সে উপায়,
বুকটা খাঁ খাঁ
মনের বিশাল ভুঁই!
খোকারে তুই কই
আমি ব্যাকুল হই!
খুঁজছি তোকে পাই না কাছে
ক্যামনে ঘরে রই?
তালের পিঠা রইল পড়ে
মুড়ি-মুড়কির ডালি
নেই বলে তুই এই বাড়িটা
লাগছে খালি খালি।
কই খাবি না? আয়
সময় বয়ে যায়
বুড়ো শকুন আবারও সব
খুবলে খেতে চায়।…