ভূত এসেছে ভুত এসেছে ভুতের ঘরেই ভুত
আড়াল থেকে দেখছি সেটা খেলছে যে কুতকুত
ভুত দেখেছি ওৎ পেতেছে ভয় দেখাবে ভয়
ভুতের জ্বালা রাতের বেলা এসব কি আর সয়?

ভুত দেখেছে ভাগ্নে রাতুল মুখ দেখেছে তার
বিভৎস এক চেহারা খুব বাকা ছিলো ঘাড়
আস্ত যেনো বিশাল বড় খাড়া বটের ডাল
লম্বা মোটা প্যাচা মুখের অনেক বড় গাল।

একলা দেখা ভূতের ছবি আঁকবে কেমন করে
আঁকলে সেটা রাতুল দেখে স্বপ্নে ঘুমের ঘরে
চেচামেচি করছে সেতো শুনছে না কেউ কানে
কেউ না জানুক তবে সেটা কেমন সেতো জানে।

ভয় ঢুকেছে ভূতের ছায়া দেখে সবার ঘরে
রাত্রি এলেই গুড়ুম ডেকে নড়াচড়া করে
হাহা দিয়ে বলছে যেনো ভূতের নাকি পুত
আমার ঘরে কে এলোরে ভুত ঢুকেছে ভূত!

Share.

মন্তব্য করুন