ভালোবাসি মা’র হাসি
ভালোবাসি মাকে,
প্রভু যেন তাঁকে সদা
ভালোভাবে রাখে।

মা’র মতো নাই কেউ
পৃথিবীতে আর,
মাকে হারা ছেলে তাই
করে হাহাকার!

তাই শোনো মাকে খুব
করো ভাই যতন
মা হলো পৃথিবীর
সেরা এক রতন।

Share.

মন্তব্য করুন