বন্ধুরা,
সালাম ও শুভেচ্ছা নিও।
বার্ষিক পরীক্ষা নিয়ে নিশ্চয় খুব ব্যস্ত। হ্যা ব্যস্ত থাকতেই হবে। আগে তো লেখাপড়া। তারপর আর সবকিছু। পরীক্ষায় ভালো ফল তুলতেই হবে। নইলে কোনোকিছুই আনন্দময় হবে না।

১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ১৯৭১ সালে যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি। তবে বিজয় লাভ করলেও আমরা আমাদের দেশে সুখ শান্তি এবং শৃঙ্খলা পাইনি। উন্নত দেশ পাইনি। কিন্তু আমাদের অবশ্যই শান্তি শৃঙ্খলা এবং উন্নত দেশ পেতে হবে। তাই সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। আদর্শ নাগরিক হয়ে বেড়ে উঠতে হবে। হতে হবে সাহসী নাগরিক। ঠিক আবু সাঈদের মতো। মুগ্ধদের মতো। জুলাই বিপ্লবের বীরেরা আমাদের দেখিয়েছেন কী করে নিজেদের স্বাধীনতা এবং বিজয় আনতে হয় এবং রক্ষা করতে হয়।
বিজয় এবং স্বাধীনতা শুধু অর্জন করলেই চলে না। একে রক্ষা করতেও হয়। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা আরও কঠিন। কিন্তু কঠিন হলেও রক্ষা যে করতেই হবে। কোনো অবিচারী স্বৈরাচারী যেনো শাসন ক্ষমতায় চেপে বসতে না পারে সে বিষয়ে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঠিক কথাটিই বলেছেন-
আমরা যদি না জাগি মা/ কেমনে সকাল হবে / তোমার ছেলে উঠলে মাগো/ রাত পোহাবে তবে।

Share.

মন্তব্য করুন