গাছের ডালে বসে আছে
তিনটি চড়ুই পাখি,
কত্তো কথা বলছে তারা
কিচিরমিচির ডাকি।
ভাবছি আমি মনে মনে
কী কথা কয় ওরা?
এত্তো কথা কোথায় পেলো
নাকি গল্প ছড়া।
মনে হলো বলছে তারা
মেলবো কোথায় ডানা,
গাছ কেটে যে করছে সাবার
করছে না কেউ মানা।
মা পাখিটি বললো যেন
ভাবিস কেনো ফের
মস্ত আকাশ মাথার উপর
আছে আনন্দের!