হরিণ ছানার শখ হয়েছে বাঘের দেশে যাবার
ইচ্ছেমতো খেয়ে নেয় সে যা পেয়েছে খাবার।
মা হরিণের কাছে বসে ভাবছে মনে মনে
বলবে না সে শখের কথা বাইরে যাবার ক্ষণে।

সকাল থেকে মায়ের মনে কেমন কেমন করে
না জানি কী কলজের ধন যায়গো শেষে মরে।
হরিণ ছানা যেই না ফেলে বাইরে দুটি পা
দৌড়ে এসে সামনে দাঁড়ায় হরিণ ছানার মা।

বুকের মানিক যাচ্ছো কোথায় আমায় ছেড়ে একা
সামনে তোমার ভীষণ বিপদ অন্তরে পাই দেখা।
মাগো আমার শখ হয়েছে বাঘের দেশে যেতে
বাঘের সাথে সেলফি তুলে অমূল্য সুখ পেতে।

মা হরিণে কেঁদে বলে এ কী কথা ওরে
একা পেয়ে বাঘেরা হায় খেয়ে নেবে তোরে!
নিজের দেশে থাক রে সোনা নিজের মতো করে
হৃদয় জুড়ে স্বস্তি পাবি শান্তি পাবি মরে।

Share.

মন্তব্য করুন