খোকন সোনা বলছে মাকে
মিষ্টি মধুর স্বরে
তালের ভরা খেতে যাবো
নানা বাড়ির ঘরে।

নানি বানায় যত্ন করে
কত্তরকম পিঠা
ভূতের ছায়ের গল্প শুনতে
লাগে বড্ড মিঠা!

ম ম করছে চতুর্দিকে
পাকা তালের ঘ্রাণে
ট্রেনগাড়িটা আসবে কখন?
সয় না দেরি প্রাণে।

দুধ মাখানো তালক্ষীর আহা
কী যে ভালো লাগে
উনুনপারে বাটি হাতে
নিয়েই নিবো আগে!

Share.

মন্তব্য করুন