চাঁদের বুড়ি চরকা কাটে চাঁদে আছে বাড়ি,
ছোট্ট খোকন গল্প শুনে তাই কিনেছে গাড়ি।
চাঁদের দেশে যাবে খোকন সেই গাড়িটা চড়ে,
সবার চোখে ফাঁকি দিয়ে যাবে বুড়ির ঘরে।

ভাবছে খোকন কখন যাবে সুযোগ কোথায় পাই,
সবাই দেখি জেগেই আছে ঘুমের খবর নাই।
রাত্রি যখন নিঝুম হলো সবাই ঘুমের দেশে,
খোকন তখন স্বপ্ন ঘোরে চললো বীরের বেশে।

খোকন দেখে চাঁদের বুড়ি ঘুমায় চাঁদের খাটে,
খোকন তখন চুপিচুপি চরকা সুতো কাটে।
হঠাৎ বুড়ি জেগে ওঠে বাঁধায় গণ্ডগোল,
স্বপ্ন ভেঙে খোকন সোনার কান্না কলরোল।

Share.

মন্তব্য করুন