এই সমাজে খুব দেখেছি
টাকাওয়ালা
খুব দেখেছি ভালোবেসে
ডাকাওয়ালা।

খুব দেখেছি রংতুলিতে
আঁকাওয়ালা
খুব দেখেছি স্নেহ ভরা
মাখাওয়ালা।

খুব দেখেছি সত্য-পথে
থাকাওয়ালা
খুব দেখেছি কথা-বার্তা
রাখাওয়ালা।

খুব দেখেছি বসত-ভিটা
পাকাওয়ালা
খুব দেখেছি নামি-দামি
শাখাওয়ালা।

Share.

মন্তব্য করুন