বাজারে হাঁটতেই একটি দোকানে রহিম দেখে “এখানে মশার ঔষধ পাওয়া যায়” লিখা বোর্ড। অতঃপর-
রহিম : ভাই এখানে কি আসলেই মশার ঔষধ পাওয়া যায়?
দোকানদার : হ্যাঁ পাওয়া যায়, মাত্র পাঁচ টাকা। দিব?
রহিম : ঠিক আছে আমাকে দুই প্যাকেট দেন, এই নেন দশ টাকা।
দোকানদার : ধন্যবাদ।
বাসায় যাওয়ার পর প্যাকেট দুটি খুলে রহিম দেখে একটি চিরকুট, যাতে লিখা আছে “মশার Tens মশারী”।
মোহাম্মদ ইউচুপ প্রিন্স, ডবলমুরিং, চট্টগ্রাম

ঞবহং নিয়ে শিক্ষক ও ছাত্রের আলাপচারিতা-
শিক্ষকা: আচ্ছা বলো তো তুহিন, বাংলাদেশ একদিন দূর্নীতিমুক্ত হবে এটা কোন ঞবহং?
তুহিন: এটাতো খুব সহজ প্রশ্ন স্যার।
শিক্ষক: তাহলে বলো দেখি।
তুহিন: কেন স্যার, এটা হবে- “Future Impossible Tens”.
শিক্ষক: কি!!!!!!
মুহাম্মদ তমিজুল হক রিপন, দাগনভূঞা, ফেনী

ছোট আফসানের বয়স তিন বছর। নামাজের নিয়মকানুন ও কখন কী পড়তে হয় সে জানে না। বাবার সাথে জীবনের প্রথম জুম্মার নামাজ পড়ে বাড়িতে আসলে বড় বোন জিজ্ঞেস করে-
বড় বোন: আফসান,নামাজে আমাদের জন‍্য কি দোয়া করেছ?
আফসান: হ‍্যাঁ করেছি।
বড় বোন: আচ্ছ! নামাজে সিজদা দিয়ে কী পড়তে হয় বল তো?
আফসান: কেন? সবাই শোঁ শোঁ করছে। আমিও তাই করছি (সিজদায় সবাই যখন সুবহানা রব্বিয়াল আ’লা বলছিল বাইরে শোঁ শোঁ শব্দ শুনাচ্ছিল)।
ইয়াছিন আরাফাত, কুমিল্লা
দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
আতিক :তুই তো অনেক বই পড়িস, অনেক কিছুই জানিস।
রাহাত : কেন কোনো সন্দেহ আছে?
আতিক : তাহলে বল তো রাতে সূর্য ওঠে না কেন?
রাহাত : ওঠে না কে বলল! ওঠে, তবে অন্ধকারের জন্য দেখা যায় না।
মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, শিববাড়ি, খুলনা

বাংলা ক্লাসে এক ছাত্রকে ঘুমাতে দেখে শিক্ষক বললেন,
শিক্ষক: এই ছেলে, কখন থেকে ঘুমাচ্ছ?
ছাত্র : স্যার, ভাষা আন্দোলনের পর থেকে।
শিক্ষক: আমার সাথে বেয়াদবি! দাঁড়া!
ছাত্র : না স্যার! আপনি যখন ভাষা আন্দোলনের প্রবন্ধটা শুরু করেছিলেন,তারপর থেকেই!
জুবাইর আল হাদী, পিরোজপুর সদর, পিরোজপুর

গ্রন্থনা: ইবনে জামান

Share.

মন্তব্য করুন