যখন আমার আকাশ মুক্ত মাঠে ফসলের খেলা
যখন আমাকে তেরোশত নদী ডেকে যায় সারাবেলা
বহূদূর থেকে রাখালের বাঁশি যখন আমাকে টানে
তখনই আমার স্বাধীনসত্তা বোঝে বিজয়ের মানে।

আমি যে বিজয়ী এ-কথা আমার ইতিহাসে লেখা আছে
আমার বিজয় শেখায় আমাকে; নত নয় কারো কাছে।
চির-উন্নত মস্তকে আমি হেঁটে যেতে পারি পথে
আঁধার তাড়িয়ে ছুটে যাই আমি আলোকের উৎসতে
জয়ের চিহ্ন অংকিত আছে আমার শিরস্ত্রানে–
মুক্ত-স্বাধীন সত্তা আমার বোঝে বিজয়ের মানে।

আমার পতাকা চির উড্ডীন স্বাধীন হাওয়াতে দোলে
সহস্র বিহগ আমার আকাশে নির্ভয়ে পাখা খোলে
সবুজ পাহাড়ে জুম-ফসলের উচ্ছ্বাস দেখি আমি
উত্তাল নীল সাগরের ঢেউ জানে আমি সংগ্রামী।

বিজয়ের রণে হেঁকেছে আমার সাহসী পূর্বসূরি
অবাক পৃথিবী তাকিয়ে দেখেছে রুধিরের ফুলঝুরি
সেই রুধিরের লাল অক্ষরে আমার বিজয় আঁকা
সেই বিজয়ের অহমেই আমি মেলে দিই দুই পাখা।

আমার দু’ডানা পাখা হয়ে যায়, আমি হয়ে যাই পাখি
সেই বিজয়ের উল্লাসে আমি পতাকাটা ধরে রাখি।

বিজয় আমাকে শেখায় নিত্য; সত্যতে হও ব্রতী
আমি ছুটি তাই যেখানে অপার শাশ্বত সংহতি।
আমার বিজয় চির-অক্ষয়, অমলিন, দ্যুতি-ঝরা
আমার বিজয় সত্য বিজয় জানে এ-বসুন্ধরা।

Share.

মন্তব্য করুন