কী অপরূপ বাংলা আমার! মহান প্রভুর দান
বাংলা মায়ের রূপ দেখে ভাই মনে খুশির বান।
গাছে গাছে ডাকে পাখি ভালো লাগে বেশ
মাতৃভূমির রূপের কিন্তু নেই যে কোনো শেষ ।
প্রজাপতি নাচে দারুণ মনে জাগে সুখ
মাঠে দেখে সোনার ফসল ভরে আমার বুক।
ঘাসের ডগায় শিশির হাসে পুলকিত মন
ভালো লাগে প্রিয় দেশের সবুজ-শ্যামল বন।
সবুজ ঘাসে ফড়িং নাচে শান্তি খুঁজে পাই
এমন দেশটি নিয়ে আমি গর্ব করি ভাই।
ষড়ঋতুর এ দেশ আমার চারিদিকে সাজ
মাঠে মাঠে চলে কতো কৃষক ভাইয়ের কাজ।
ফুল বাগানে ফুলের মেলা দেখতে চমৎকার
এই দেশেতে জীবন কাটুক চাই না কিছু আর।
পূব আকাশে সূর্য হাসে সুখের পরিবেশ
সকল দেশের চেয়ে সেরা আমার বাংলাদেশ।