বাচনভঙ্গি শিল্পবটে থামতে পারা গুণ,
যতিচিহ্নে অবুঝ মাথায় ধরেছে যে ঘুণ।
টকটকিয়ে কথার ঝুড়ি যেনো সফল মুখ,
আভাজনে অতি অবুঝ বাড়ে শুধু দুখ!
মজার কথন বাচনভঙ্গি অল্প ও শালীন
শ্রোতা মুগ্ধ তৃপ্ত হৃদয় ধৈর্য হবে বীণ।
জ্ঞানের কথায় তুষ্ট হলে ভাবনা বড় হয়
জ্ঞানীর সাথে নিত্য হবে জ্ঞানীর পরিচয়।
বিজ্ঞ ঘোষক আপন তোষক হাস্য এবং রসে
আম জনতা, হাততালি নয় বিরক্তিও খসে।
গভীর চেতন সভ্য কেতন আচরণে পষ্ট
অসৎ জনের চলন বলন সূচিকা রূপ ভ্রষ্ট!
সুপ্ত প্রভা উঠবে জেগে প্রভাতি সুখ কর্মে
সুজন সাধন প্রকট বাঁধন আচরণিক ধর্মে,
প্রচার প্রসার কূটনীতিতে সততা তাই অন্ধ
নিজ স্বার্থে ভাবনা লালন ছড়াক না দুর্গন্ধ।
আত্মা লালন পালনে হয় আত্মনিয়ন্ত্রণ
পদক্ষেপের জন্য করি সাদর আমন্ত্রণ,
আত্ম সুখের জন্য সবার সত্য মানা চাই
সত্য ছাড়া আর কিছুতে কোনো মুক্তি নাই।