বৃষ্টিরা এসে জড়ো হয় জানালায়
টোকা দেয় সুখ সীমহীন শূন্যতায়
কতবার তার অকারণ সন্ধিতে-
ভিজিয়েছি চুল টুপটাপ নন্দিতে!
তার কারসাজি বুঝি না গভীরে অবুঝ
ঋণী হয়ে যায় ক্রমেই কবিতা সবুজ!
ডুবিয়ে দুপুর কামিনি কেয়াতে মাখি
আমি আর সে এক মনে মন রাখি!
নুপুরের ধ্বনি টুপটাপ জলপরী
বৃষ্টিরা নাচে চারপাশে ঘিরি ঘিরি!
আদিম আহ্লাদে মতোয়ারা বনে রই,
বর্ষা আমার ছোট্ট বেলার সই!