বটগাছে বটফল লাল লাল পাকা
পাতা আর লাল ফলে ভরে আছে শাখা।
সারাদিন শোনা যায় পাখিদের ডাক
রাতে করে থমথম শিয়ালের হাঁক।

পাকা বটফল খেতে লাগে খুব ভালো
এই কথা শুনে মন খুব চমকালো?
মানুষ তা খায় নাতো পাখিরা তা খায়
পাখিদের দেখে দেখে মন দেয় সায়।

সবচেয়ে বেশি দেখি কাকেদের ভিড়
কা কা ডাকে ডেকে ডেকে খুব অস্থির।
প্রতিদিন দেখি বসে ছয় বটগাছ
শাখা প্রশাখায় দেখি পাখিদের নাচ।

বটগাছে বাসা বুনে কাকেরাতো খুশি
মন চায় কাকসহ বটগাছ পুষি।
বটফল কাকেদের খুব বেশি প্রিয়
এই গেঁয়ো বটবনে ছায়া খুঁজে নিও।

বটছায়া কী যে মায়া জুড়ায় হৃদয়
শহরের কাকদের হয় না সময়।
স্টেশনের একপাশে সারি সারি বট
নাই কোনো কোলাহল নাই যানজট।

সবুজাভ পাতা আর লাল বটফলে
কী যে সুখ খুঁজে পায় পাখিদের দলে।

Share.

মন্তব্য করুন