দস্যিগুলো বাঁধনহারা দস্যিগুলো ডানপিটে,
দস্যিগুলোর জানা আছে বকুল ফুলের ঘ্রাণ মিঠে।
দস্যিগুলো বন্ধু ফুলের বন্ধু তারা পাখিদের,
স্বপ্ন ছড়ায় মায়ের চোখে স্বপ্ন দেখায় বাকিদের!
দস্যিগুলো খামখেয়ালি দস্যিগুলো স্বাধীনচেতা,
হৃদয় জুড়ে ফুলের বাগান লক্ষ্য তাদের স্বপ্ন জেতা।
দস্যিগুলো বৃষ্টি দিনে রূপোর ধারা মেখে যায়,
মেঠো পথের বাঁকে বাঁকে পায়ের চিহ্ন রেখে যায়।
দস্যিগুলো ঝোড়ো হাওয়া হয়ে নাচে বৈশাখে,
দস্যিপনায় মেতে উঠে আম কাঁঠালের ওই শাখে।
ঢেউয়ের মতো নেচে নেচে কত খেলা খেলে যায়,
দস্যিগুলো নীল জোনাকির মতো আলো জ্বেলে যায়।
সদ্য ফোটা ফুলের মতো ঘ্রাণ ছড়িয়ে হেসে যায়,
দস্যিগুলো সাহস ডানায় স্বপ্নপুরের দেশে যায়।