গ্রীষ্মের গরমে
মেজাজটা চরমে
কোনদিকে যাই!
ছায়া খুঁজে পাই-
ঘরটায় বেশ তাপ
গায়ে লাগে খুব ভাপ
তাই চলি বাইরে
উপায় তো নাইরে!
বাইরেও কম নয়
কী যে বলো মন লয়!
দিই ঝাঁপ পুকুরে
ডাক দিই, খুকু রে-!
পেয়ে গেছি ঠাণ্ডা!
হাঁসেদের আণ্ডা
পুকুরের পারে
বাড়ি নিয়ে যা রে।