কোরবানি ঈদ হাসলো এবার বৃষ্টি দিনে
বৃষ্টি এবং কোরবানি ঈদ কেউ কি চিনে!
হয় তো চিনে হয় চিনে না এটিই জানি
কিন্তু ত্যাগের আনন্দময় এ কোরবানি।

বৃষ্টি মহান রবের বিশাল রহম ধারা
বৃষ্টি পেতে এই ধরনী পাগলপারা।
ফুল ফসলের জীবন হলো বৃষ্টি পানি
বৃষ্টি নিয়ে এলো এবার এ কোরবানি।

কোরবানি দাও মহান রবের তুষ্টি পেতে
না দিও না শুধু শুধু মাংস খেতে।
সত্য পথের এটিই দিশা এটিই মানি
মানলে হবে আনন্দময় এ কোরবানি।

তোমরা যারা ছোট্ট থেকে বড় হবে
নতুন স্বপ্নে নতুন কিছু করবে ভবে।
সত্য পথে চলতে যখন থাকবে না ভয়
তাদের জন্য কোরবানি খুব আনন্দময়।

হৃদয় থেকে সত্য ভালোবাসতে আরো
বিশ্বটাকে হাতের মুঠোয় তুলতে পারো।
বুকের কাছে আনতে পারো আকাশখানি
পরিশুদ্ধ নিয়তে হোক এ কোরবানি।

Share.

মন্তব্য করুন