গরু জবাই দেখবে খুকি
কোরবানির এই ঈদে
মেহেদী রঙে রাঙায়ে হাত
কী যে খুশি হৃদে।
নতুন কাপড় পেয়ে খুশি
খোকা খুকুর দল
পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়
আনন্দ নির্মল।
বলছে গিয়ে দাদুর কানে
করছি অনেক মিস
করবো সালাম তোমার পায়ে
দাও কিছু বকশিস।
টাকা পেয়ে দল বেঁধে সব
করছে আহা! দাবি
আজকে দাদু পড়তে হবে
ফুলকাটা পাঞ্জাবি।