প্রিয় বন্ধুরা
কোরবানি ঈদের শুভেচ্ছা জানাই।
আশা করি ভালো আছো সবাই। অর্ধ বার্ষিকী পরীক্ষার ব্যস্ততা খুব। এর মধ্যে এসে পড়লো কোরবানি ঈদ। পরীক্ষার প্রস্তুতি নিতে হবে ভালো ভাবে। পরীক্ষা ভালো হলে ঈদের আনন্দটা জমবে বেশ। নইলে মন খুলে ঈদের আনন্দ উদযাপন করা যাবে না। আরে চিন্তা কিসের! ছাত্র জীবন তো পড়ালেখারই জীবন। পড়ালেখা ভালো যার সব কাজ ভালো তার। এটিই সত্যি।
কোরবানি ঈদ এলো বৃষ্টির সময়। হোক বৃষ্টি তবুও মজা! বৃষ্টি মহান স্রষ্টার রহমত। বৃষ্টি বেশি হলে কোরবানির পশু কেনাকাটায় কষ্ট হবে কিছুটা। কিন্তু বৃষ্টিরও একরকম আনন্দ আছে। সে আনন্দ প্রকৃতির সৌন্দর্যের আনন্দ!
ঈদে গরীব দুখীর প্রতি দৃষ্টি দিতে হবে। যারা কোরবানি করতে পারবে না, তাদের ঘরে কোরবানির মাংস যেনো পৌঁছে সেটি খেয়াল রাখতে হবে। নইলে ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে। তাই ঈদের খুশি ভাগ করে নিতে হবে সবার মাঝে।
Share.